মমতাকে ফোন রিজিজুর, বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলবেন অভিষেক

কলকাতা : পহেলগামে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিকভাবে কোণঠাসা করতে তৎপর ভারত সরকার। পাকিস্তানের মদতেই যে সন্ত্রাসবাদ অনেক বেশি পরিপুষ্ট, এই বার্তা জোরালোভাবে দিতে দেশে দেশে সর্বদলীয় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় দলে থাকছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধিদলের জন্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন।”

সূত্রের খবর, এর আগে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। প্রতিনিধি বাছাই নিয়ে মমতার অসন্তোষ মেটাতেই ফোন বলে মনে করা হচ্ছে। তারপরই দলের তরফ থেকে প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন মমতা। আর সেই ঘোষণা করাও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 14 =