স্থগিত রাখা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার প্রথম প্রভাব পড়েছিল পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির জেরে সমস্যা তৈরি হয়। সীমান্তে পাকিস্তানের নানা আক্রমণের চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা। তার মাঝে অপারেশন সিঁদুরে পাকিস্তানকে পহেলগাঁও জঙ্গি হামলার কড়া জবাব। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু বিমানবন্দর বন্ধ রাখা হয়। তার মধ্যে ছিল ধরমশালাও। পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথেই স্থগিত হয়েছিল। আজ জয়পুরে রি-ম্যাচ।
আইপিএলের প্রত্যাবর্তনে সূচিতে নানা বদল হয়েছে। ভেনু কমিয়ে করা হয়েছিল ছয়। পঞ্জাব হোম ম্যাচ খেলছে রাজস্থানের জয়পুরে। আজ সোয়াই মানসিং স্টেডিয়ামেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে তারা। তখনকার পরিস্থিতির সঙ্গে দু-দলই ভিন্ন জায়গায়। প্লে-অফ নিশ্চিত হয়ে গিয়েছে পঞ্জাব কিংসের। তাদের কাছে দুর্দান্ত সুযোগ রয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে থাকা। অন্য দিকে, দিল্লি ক্যাপিটালস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। পঞ্জাবের নজরে জিতে শীর্ষস্থানের দিকে এগিয়ে যাওয়া। দিল্লির নজরে জয় দিয়ে মরসুম শেষ করা।
দিল্লি শিবিরে এই ম্যাচে ফিরতে পারেন নিয়মিত ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। তেমনই পঞ্জাব কিংসে দেখা যেতে পারে কাইল জেমিসনকে। লকি ফার্গুসনের পরিবর্ত হিসেবে এই কিউয়ি পেসারকে সই করিয়েছিল পঞ্জাব কিংসে। নতুন জার্সিতে নামতেই পারেন। তেমনই ফিরেছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টইনিসও।