রাজভবনে রাজ্যপালের ভাইফোঁটা, তৃতীয় লিঙ্গ ও অ্যাসিড আক্রান্তদের প্রতি সহমর্মিতা

কলকাতা : এবারের ভাইফোঁটায় ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার তৃতীয় লিঙ্গের মানুষ, অ্যাসিড আক্রান্ত ব্যক্তি ও যৌনকর্মীদের কাছ থেকে ফোঁটা নিয়ে তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। রাজভবনের এই অনুষ্ঠানে তাঁকে রীতি মেনে বরণ করা হয় এবং তাঁকে ফোঁটা দিয়ে প্রণাম করেন আমন্ত্রিতরা। রাজ্যপালও তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফিরতি উপহার দেন।

অনুষ্ঠানে নাচ, গান এবং কবিতা পাঠের মাধ্যমে বিশেষ এই দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠান থেকেই রাজ্যপাল তৃতীয় লিঙ্গের মানুষ ও অ্যাসিড আক্রান্তদের অধিকারের জন্য পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি জানান, তাঁদের সমান অধিকার রক্ষায় রাজভবন সর্বদা তাঁদের পাশে থাকবে এবং তাঁর দরজা তাঁদের জন্য সবসময় খোলা থাকবে।

রাজ্যপাল বলেন, “রাজ্যে মহিলাদের অধিকার রক্ষার্থে রাজ্য সরকার, রাজভবন, ও এনজিওদের যৌথভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত তৃতীয় লিঙ্গের প্রতিনিধি তাঁদের অসুবিধার কথা তুলে ধরে বলেন, “আমরা এই রাজ্যে ভালো নেই। আমাদের অধিকার রক্ষায় রাজ্য সরকার উদাসীন। যেখানে মহিলাদের সম্মান রক্ষা হয় না, সেখানে আমাদের অবস্থা আরও খারাপ।” তাঁদের বক্তব্য শুনে রাজ্যপাল তাঁদের পাশে থেকে তাঁদের অধিকারের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =