বিরোধীদের আশঙ্কা সত্যি প্রমাণিত করে শীতকালীন অধিবেশনেই প্রায় বিরোধীহীন সংসদের দু’কক্ষে নতুন দণ্ডসংহিতা সংক্রান্ত তিনটি বিল পাশ করিয়ে নিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এ বার সেই বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এবারের শীতকালীন অধিবেশনেই সংসদে পাশ হয়েছিল দণ্ড সংহিতা বিল। এবার অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবারই দণ্ড সংহিতা ৩টি বিলে রাষ্ট্রপতি সিলমোহর দেন। রাষ্ট্রপতির সিলমোহরের সঙ্গে-সঙ্গেই বিল তিনটি আইনে পরিণত হয়েছে। আইপিসি-র জায়গায় আসা দণ্ড সংহিতা আইনের ৩টি অংশ হল, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য আইন। এই তিনটি বিল এবারের শীতকালীন অধিবেশনেই পাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় যখন বিলটি পাশ হয় তখন কার্যত বিরোধীশূন্য ছিল সংসদ। সেই সময়ই স্মোককাণ্ডে বিক্ষোভের জেরে শতাধিক সাংসদকে বরখাস্ত করা হয়েছিল। তার মধ্যেই প্রথমে লোকসভায় ও পরে রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয় দণ্ড সংহিতা বিল। এবার ঔপনিবেশিক আমলের ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি সরিয়ে আসতে চলেছে এই নয়া আইন।