ফিটনেস শব্দটার সঙ্গে বর্তমান সময়ে সকলেই কমবেশি পরিচিত। অনেকেই নিজের ফিটনেসের ব্যাপারে বেশ ওয়াকিবহল। এবং ক্রীড়া জগতে এই ফিটনেস শব্দটার বেশ গুরুত্ব রয়েছে। কারণ, বর্তমানে যিনি যত ফিট, তিনি তত নজর কাড়েন। মাঠে তত বেশি ভালো পারফর্ম করতে পারে। ভারতীয় ক্রিকেট দলের কথা যদি বলা হয় তা হলে এই রকম একাধিক প্লেয়ার রয়েছেন, যারা নিজেদের ফিটনেসের উপরে অনেক কাজ করেন। এবং তার প্রভাবও মাঠে ফুটে ওঠে। তবে ভারতীয় ক্রিকেট দলে যদি ফিটনেসের কথা ওঠে, তা হলে যে নামটা সবার আগে সকলের মাথায় আসে, তিনি হলেন বিরাট কোহলি। সেই কথাই এ বার তুলে ধরলেন ভারতীয় দলের প্রাক্তন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ শঙ্কর বাসু। তিনি বিরাট কোহলির ()irত্থন্ঠ জ্ঞohli) ফিটনেসের ভীষণ প্রশংসা করেছেন। তাঁর কথায়, অলিম্পিয়ানদের মতো অনুশীলন করেনই রোল মডেল হয়ে উঠেছেন বিরাট কোহলি।
কিছুদিন আগেই ভারতীয় দলের সুপারস্টার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। অনেকেই কোহলির এই সিদ্ধান্তে হতাশ। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ শঙ্কর বাসু বলেছেন, কোহলির ফিটনেসের প্রতি নিষ্ঠা নিয়ে কথা। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সঙ্গেও কাজ করেছেন শঙ্কর বাসু। তিনি উল্লেখ করেছেন যে, কোহলি নিজের প্র্যাক্টিসে কখনো ফাঁকি দেননি। একজন অলিম্পিক ক্রীড়াবিদের মতো নিষ্ঠার সঙ্গে বরাবর প্রশিক্ষণ করে গিয়েছেন।
শঙ্কর বাসু সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে বিরাটের ফিটনেস সম্পর্কে নানা কথা বলেছেন। তিনি বলেন ,দবিরাটই প্রথম এমন ক্রিকেটার, যে অলিম্পিক অ্যাথলিটের মতো প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ও বারবার এক পদ্ধতিতে ট্রেনিং করতে চায়নি। ও সব সময় আলাদা কিছু করতে চেয়েছিল। ও বরাবর একজন খুব ভালো ছাত্র। প্রথমে ওর অনেক প্রশ্ন থাকত। একবার ও যখন নিশ্চিত হয়ে যেত, এরপর সেইদিকেই হাঁটত একজন ভালো নেতার লক্ষণ হল যে, প্রথমে একজন আদর্শ হিসেবে পরিণত হতে হবে। বিরাট দৃঢ়তার সঙ্গে করে গিয়েছে।দ
এখানেই থেমে থাকেননি শঙ্কর। তিনি আরও বলেন, তবিরাটকে দেখে একে একে পুরো দলের মধ্যে ওই সংßৃñতি ছড়িয়ে পড়তে শুরু করে। ভারতীয় দলের প্লেয়াররা এক সময় ফিটনেসের জন্য সকলের কাছে আদর্শ ছিল। আমার মনে আছে, যখন একজন বিদেশি কোচ এসে আমাদের দলের একজন সদস্যকে জিজ্ঞাসা করেছিলেন যে, ‘আমাদের দলের সকলে এত ফিট। সবাই ফিটনেসের জন্য কী করছে?’ বিরাট এবং দলের সকলে অ্যাথলিটদের মতোই পরিশ্রম করে। তবে আমি বলব এর জন্য সমস্ত কৃতিত্ব বিরাটেরই।দ