নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: আগামী ৬ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির ডাক দিয়েছিল। রাজ্যের হিমঘরগুলিতে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আলু রাখার জন্য অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে। রাজ্যজুড়ে আলু ব্যবসায়ীদের তরফে কর্মবিরতির পথে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।
পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দাবি, কৃষি বিপণন মন্ত্রী তাঁদের কথা দিয়েছেন আগামী শুক্রবারে তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন এবং সমস্যার সমাধান করবেন। যে কারণেই মঙ্গলবার তড়িঘড়ি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে জরুরি ভিত্তিক একটি বৈঠক ডাকা হয় জয়পুরের একটি বেসরকারি রিসোর্টে। সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামিকাল অর্থাৎ ৬ ডিসেম্বর তাঁদের যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামীতে মন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁদের সমস্যার সমাধান না হলে তাঁরা পুনরায় এই সিদ্ধান্ত গ্রহণ করবেন।