শুক্রবার বিহারে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

কারাকাট : বিহারের কারাকাটের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এদিন তাঁর হাত ধরে মোট ৪৮,৫২০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে।

তিনি প্রবেশ করতেই লাখো মানুষের গর্জন স্বাগত জানায় তাঁকে। ‘মোদী মোদী’ ও ‘ভারত মাতা কী জয়’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।

প্রধানমন্ত্রী বলেন, বিহারে আমার সমস্ত কর্মসূচির মধ্যে আজ সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছে, কারণ এত বিপুল সংখ্যক মা ও বোনদের আগমন ঘটেছে এই সভায়। আমি মা ও বোনদের প্রণাম জানাই, আপনাদের সকলের প্রতি, জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারাকাট-এ। বিহারের মাটি থেকে আমি বলেছিলাম, আমাদের বোনদের সিঁদুর মুছেছে যারা তাদের কল্পনার চেয়েও বড় শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের সেনাবাহিনী তাদের আস্তানাগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, আমি আমার সংকল্প পূরণ করে বিহারে এসেছি। শত্রুরা অপারেশন শক্তি দেখেছে, তাদের বোঝা উচিত যে এটি আমাদের তূণে থাকা কেবল একটি তীর মাত্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই থামেনি, যদি সন্ত্রাসবাদীরা আবার জেগে ওঠে, তাহলে ভারত তাদের গর্ত থেকে টেনে বের করে চূর্ণবিচূর্ণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 13 =