দিনহাটা : বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে ২৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৯ জন শিশু এবং ৮ জন মহিলাও রয়েছে।
জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে এরা ভারতে প্রবেশ করেছিল। তারা হরিয়ানায় ইটভাটায় শ্রমিক হিসাবে করত।
হরিয়ানার পুলিশ বাংলাদেশির খোঁজে অভিযানে নামতেই মাস দশেক আগে ধৃতরা বিহারে চলে যায়। সেখান থেকে দিনহাটা হয়ে বৃহস্পতিবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল তারা। সে সময় পুলিশ তাদের গ্রেফতার করে।