বড় ধাক্কা কেকেআরের, চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

প্লে অফের টিকিট পেতে গেলে গ্রুপ পর্যায়ের বাকি সবকটি ম্যাচেই জয় পাওয়া জরুরি৷ এই পরিস্থিতিতে বড়সড় ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স শিবির৷ চোটের কারণে এবারের মতো আইপিএল থেকেই ছিটকে গেলেন জোরে বোলার প্যাট কামিন্স৷

কোমরের নীচে চোটের চিকিৎসা করাতে দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার৷ ফলে কামিন্সকে বাদ দিয়েই আইপিএল-এর বাকি ম্যাচগুলির পরিকল্পনা সারতে হবে কেকেআর শিবিরকে৷ মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচেও বল হাতে আগুন ঝরিয়েছিলেন কামিন্স৷ শুধু বোলিং নয়, তাঁর ব্যাটের হাতও এবারের আইপিএল-এ কেকেআর শিবিরকে ভরসা দিয়েছিল৷ মুম্বাইকে হারিয়ে প্লে অফের লড়াইতে টিকেছিল কেকেআর৷ কিন্তু কামিন্সকে বাদ দিয়ে এখন উমেশ যাদব, টিম সাউদিদের উপরই ভরসা করতে হবে নাইট শিবিরকে৷ অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের চোট কতটা গুরুতর, তা জানা যায়নি৷ তবে প্লে অফে উঠলেও কামিন্সকে যে কেকেআর পাবে না, তা নিশ্চিত৷ আগামী শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কেকেআর৷

এ বারের আইপিএলে কেকেআর-এর হয়ে পাঁচটি ম্যাচে মাঠে নামেন কামিন্স৷ মোট সাত উইকেট তুলে নেন তিনি৷ এর মধ্যে শেষ মুম্বাই ম্যাচে ২২ রানে ৩ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নেন তিনি৷ প্রথম পর্বের খেলায় এই মুম্বাইয়ের বিরুদ্ধেই আইপিএল-এর ইতিহাসে যুগ্ম ভাবে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ডও এবারেই গড়েন কামিন্স৷ আইপিএল-এর গ্রুপ পর্যায়ে আর দু’টি খেলা বাকি কেকেআর-এর৷ শনিবার হায়দ্রাবাদের পরে আগামী বুধবার লখনউ সুপার জায়ান্টস-এর মুখোমুখি হবে শাহরুখ খানের দল৷ আইপিএল খেলতে আসার আগে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেন কামিন্স৷ বরাবরই চোট ভুগিয়েছে তাঁকে৷ আগামী কয়েক মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ সহ ঠাসা ক্রীড়াসূচি রয়েছে অস্ট্রেলিয়ারও৷ ফলে ঝুঁকি না নিয়েই দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + thirteen =