শেষ হয়নি অপারেশন গঙ্গা, ইউক্রেনে এখনও আটকে কিছু ভারতীয়

২২ দিনে পড়ল ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান। তবুও ইউক্রেনে রাশিয়ার (Russia) হামলা বন্ধের কোনও ইঙ্গিত নেই। গতকাল আন্তর্জাতিক আদালতের তরফে রাশিয়াকে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেওয়ার পরও রুশ বাহিনীর হামলা চলছে। এদিকে ইউক্রেনও যুঝে চলছে রাশিয়ান সেনাবাহিনীর সামনে। হার মানতে নারাজ তাঁরা। ইউক্রেন-রাশিয়ার এমত পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়েছিলেন বহু নাগরিক। কেন্দ্রের সরকার ‘অপারেশন গঙ্গার’ (Operation Ganga) মাধ্যমে প্রায় সাড়ে ২২ হাজার ভারতীয় নাগরিককে ইতিমধ্যে দেশে ফিরিয়েও এনেছে। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে রয়েছেন ১৫-১০ জন ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফেই একথা জানানো হয়েছে। তাঁরা এখন উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকারের দিকেই তাকিয়ে রয়েছেন। সরকারের তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, ‘অপারেশন গঙ্গার’ অধীনে বিমান যাতায়াত এখনও বন্ধ হয়ে যায়নি।

এদিন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের (Fireign Ministry) মুখপাত্র অরিন্দম বাগচি একটি প্রেস বিবৃতিতে বলেছেন, ‘আমরা ইউক্রেনে আটকে থাকা মানুষদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করছি। কিছু লোক এখনও খেরসনে আছে। অপারেশন গঙ্গা শেষ হয়নি এবং যাঁরা ফিরে আসতে চান তাঁদের আমরা সাহায্য করছি।’ এখনও অবধি প্রায় প্রায় সাড়ে ২২ হাজার ভারতীয় নাগরিককে ইতিমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কিছুদিন আগেই সংসদের অধিবেশনে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =