প্রতি মাসে নিজে থেকেই হবে রিচার্জ, নতুন প্ল্যান জিও-র

ফের আকর্ষণীয় নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল টেলিকম সংস্থা রিলায়েন্স জিও । গত সপ্তাহের শেষেই আইপিএলের কথা মাথায় রেখে একসঙ্গে মোট তিনটি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি। সেই তিনটি প্ল্যানেই গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল দেখার সুযোগ করে দিতে ডিজ়নি+ হটস্টার সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে। তবে সোমবার, ২৮ মার্চ যে প্ল্যানটি লঞ্চ করা হয়েছে, তা একটু অন্যরকম।  অনেকটা পোস্টপেডের মতোই সেই প্রিপেড প্ল্যান। প্রিপেড কাস্টমারদের জন্য রিলায়েন্স জিও-র সেই প্ল্যানের নাম ‘ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি’ প্ল্যান। এই প্ল্যানের বিশেষত্ব হল, ঠিক যে দিন রিচার্জ করা হবে, প্রতি মাসে সেই একই দিনে স্বয়ংক্রিয় ভাবেই প্ল্যানটি চালু হয়ে যাবে। এই ধরনের প্ল্যান সচরাচর পোস্টপেডের ক্ষেত্রেই দেখা যায়।

রিলায়েন্স জিও-র এই নতুন ‘ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি’ প্ল্যানটি রিচার্জ করতে গ্রাহকদের প্রতি মাসে ২৫৯ টাকা খরচ করতে হবে। প্রতিদিন এই প্ল্যানে ১.৫জিবি ডেটা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গেই আবার থাকছে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-সহ অন্যান্য আরও একগুচ্ছ বেনিফিট। এ বিষয়ে জিও-র তরফ থেকে বলা হয়েছে, “এই ২৫৯ টাকার প্ল্যানটি অনন্য একটি প্ল্যান! এই উদ্ভাবনটি জিও প্রিপেড ব্যবহারকারীদের প্রতি মাসে মাত্র একটি রিচার্জের তারিখ মনে রাখতে সাহায্য করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 1 =