পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর সাত সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধে রামনগরে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকায় শুক্রবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। রামনগর থানা এলাকার টিকরা তেল পাম্পের বিপরীতে এই মৃতদেহ উদ্ধার হয়। এদিন সকালে স্থানীয় মানুষেরা একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ পড়ে থাকতে দেখে রামনগর থানায় খবর দেয়। রামনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। সকালে এলাকায় অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতদেহের পরণে ছিল লাল রঙের টি-শার্ট ও কালো রং-এর প্যান্ট। মৃত ব্যক্তির ডান হাতের কব্জিতে দিব্যেন্দু নামের একটি ট্যাটু রয়েছে। ডান হাতের আঙ্গুলে একটি পাথর দেওয়া আংটিও রয়েছে। মৃতদেহের সঠিক পরিচয় জানা যায়নি। পুলিশের অনুমান মৃত ব্যক্তির বয়স ৪৫ বছর। সকালে কোথা থেকে মৃতদেহ তেল পাম্পের বিপরীতে এল তা নিয়ে ধন্দে রয়েছে এলাকাবাসী ও পুলিশ প্রশাসন। মৃতের সঠিক পরিচয় উদ্ধারে নেমেছে পুলিশ। থানা সূত্রে জানা যায় এটি নিছকই আত্মহত্যা নাকি খুন করে কেউ বা কারা ফেলে রেখে গেছে তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। বর্তমানে মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত চলছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি নিছকই আত্মহত্যা নাকি খুন। রামনগর থানা থেকে মৃতদেহের পরিচয় জানতে বিশেষ আবেদন রাখা হয়েছে।