শ্রীরামপুরে ঋণ পরিশোধ করতে না পেরে গৃহবধূকে খুন, গ্রেপ্তার প্রতিবেশী

হুগলি জেলার শ্রীরামপুরে গৃহবধূ খুনে গ্রেপ্তার এক।  ধৃতের নাম কমল চৌরাসিয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার দুপুরে হুগলির শ্রীরামপুরের প্রভাসনগরে ঘরের মধ্যে খুন হয় রেণু সাউ নামে এক গৃহবধূ।  ধৃত কমল চৌরাসিয়ার স্ত্রী শশী চৌরাসিয়াকে কয়েক হাজার টাকা ধার দেয় খুন হওয়া গৃহবধূ রেণু সাউ। যে টাকার সুদ দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে রেণুর সঙ্গে কমলের বচসা চলছিল। শুক্রবার দুপুরে কমল জানতে পারে গৃহবধূর বাড়িতে কেউ নেই। অভিযোগ সেই সময় তার বাড়িতে এলে রেণুর সঙ্গে কমলের বচসা হয় এবং তারপরে ধারালো অস্ত্র দিয়ে ওই গৃহবধূকে কোপায় অভিযুক্ত। একই সঙ্গে পুলিশের তদন্তে নজর ঘোরাতে অভিযুক্তের আলমারি খুলে তছনছ করে জিনিসপত্র। গৃহবধূর স্বামী রমেশ সাউ ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ শনিবার রাতে বাঙ্গিহাটির চাকলাপাড়া এলাকা থেকে অভিযুক্ত কমল চৌরাসিয়াকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন শ্রীরামপুর আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − six =