পুর স্বাস্থ্য কর্মীদের অবসরের বয়স বৃদ্ধি রাজ্য সরকারের

বাড়ানো হল পুর স্বাস্থ্য কর্মীদের অবসরের বয়স। এবার থেকে পুর স্বাস্থ্যকর্মী ও ফার্স্ট টায়ার সুপারভাইজারদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করা হল। এর আগে সরকারি নিয়ম অনুসারে এতদিন তাদের অবসরের বয়স ছিল ৬০ বছর। পঞ্চায়েত ভোটের আগে পুর-নগরোয়ান্নয়ন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনাটই জানানো হয় মঙ্গলবার। রাজনৈতিক বিশ্লেষকদের নজরে, পঞ্চায়েত নির্বাচনের আগে পুর কর্মীদের নিয়ে নিঃসন্দেহে এটা এক বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের।

এদিনের পুর-নগরোয়ান্নয়ন দপ্তরের তরফ থেকে প্রকাশিত নির্দেশিকায় দেখা যায়, এক ধাক্কায় পাঁচ বছর বাড়ল পুর কর্মীদের অবসরের বয়স। এই খবরে খুশি সমস্ত পুর স্বাস্থ্যকর্মীরা। এই মাগ্গি-গণ্ডার বাজারে চাকরি জীবনের মেয়াদ সরকারিভাবে আরও পাঁচ বছর বৃদ্ধি পাওয়ায় আয়েরদিক থেকে অনেকটাই নিশ্চিন্তে কর্মীরা।

প্রসঙ্গত, এর আগে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৭ সালে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজ্যের সমস্ত শিক্ষক ও অধ্যাপকদেরও অবসরের বয়স বাড়িয়ে ৬০ থেকে ৬২ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার আগেও সরকারি হাসপাতালে চিকিত্‍সকের ঘাটতি মেটাতে চিকিত্‍সক-অধ্যাপকদেরও অবসরের বয়স বাড়ানো সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 1 =