মন্টু ঘোষ চ্যালেঞ্জ কাপের পুরস্কার মঞ্চে প্রধান কোচ বিশ্বজিৎ মুখোপাধ্যায়, টালিগঞ্জ অগ্রগামীর সচিব শুভঙ্কর ঘোষ দস্তিদার সহ অন্যান্যরা।■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●◆◆◆◆◆◆◆◆◆◆◆◆■
বাংলার আনাচে কানাচেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জুনিয়র ক্রিকেটার। বছরভর ট্রেনিং চলে ক্রিকেটের আঁতুরঘর বলেই পরিচিত মন্টু ঘোষ ক্রিকেট কোচিং আকাদেমিতে।
জুনিয়র ক্রিকেটারদের জন্যই আয়োজিত হয় মন্টু ঘোষ চ্যালেঞ্জ কাপ। দু’দিনব্যাপী এই টুর্নামেন্টে এবার জয়ী হয়েছে গড়িয়া মিলন সংঘ। আর একদিনের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাঁশদ্রোণী মিলন সংঘ। যেখানে আশিকা ইলেভেনকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাঁশদ্রোণী মিলন সংঘ। অন্যদিকে দু’দিনের ক্রিকেট ফাইনালে গড়িয়া মিলন সংঘ ক্লাব কাজল ক্রিকেট আকাদেমিকে হারায় ৫ উইকেটে।
গোটা এই টুর্নামেন্টের তত্ত্বাবধানে ছিলেন প্রধান কোচ বিশ্বজিৎ মুখোপাধ্যায়। টালিগঞ্জ অগ্রগামীর অন্যতম পথিকৃৎ মন্টু ঘোষের জামাই টালিগঞ্জ অগ্রগামীর সচিব শুভঙ্কর ঘোষ দস্তিদার ওরফে সকলের প্রিয় শঙ্কুদা জানান, ‘মন্টু ঘোষ ছিলেন টালিগঞ্জের পথিকৃৎ। তাঁর স্মৃতিতে এই কাপ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতা চলছে। বহু খুদে প্রতিভাবান ক্রিকেটার এই আকাদেমি থেকে উঠে আসছে। ভবিষ্যতেও এই প্রতিযোগিতা আরও বৃহত্তরভাবে করার চেষ্টা করব। বৃহস্পতিবার জয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে উপস্থিত ছিলেন টালিগঞ্জ অগ্রগামীর সচিব শুভঙ্কর ঘোষ দস্তিদার, কোচ বিশ্বজিৎ মুখোপাধ্যায়, অটল দেববর্মণ, প্রশান্ত মুখার্জী, দীপেন্দ্র নাথ মিত্র, দীপঙ্কর ঘোষদস্তিদার সহ অন্যান্যরা।