হাওড়া : ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। তার জেরে উত্তেজনা ছড়াল বাঁকড়ার একটি নার্সিংহোমে। ভাঙচুর চালানো হয় ওই নার্সিংহোমে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বুধবার রাতে এক মহিলা পেটের যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন। তাঁর বাড়ির লোকের অভিযোগ, চিকিৎসক কোনও পরীক্ষা না করে শুধু যন্ত্রণা বন্ধের একটি ইঞ্জেকশন দেন। তারপরেই রোগীর অবস্থার দ্রুত অবনতি হয়। এদিন রাতেই মারা যান ওই মহিলা।
এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

