কলকাতা : নেতাজি নগরের পর এবার মুচিপাড়া থানা এলাকা। কলকাতায় ফের বৃদ্ধাকে খুনের অভিযোগ। বুধবার মুচিপাড়া এলাকার একটি বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়। বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুনের পর বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায় আততায়ী। লুটপাটের পর বৃদ্ধাকে খুন করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ পুলিশের।
জানা গেছে, মুচিপাড়ার সার্পেনটাইন লেনের একটি বাড়িতে এই ঘটনাটি ঘটে। বৃদ্ধা বছর ছিয়াত্তরের নমিতা পাল। তিনি বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকতেন। বুধবার সন্ধ্যারাতে এলাকার কয়েকজন বাসিন্দা বাইরের জানালা দিয়ে তাঁকে ঘরে পড়ে থাকতে দেখেন। কিন্তু তাঁর বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ দেখে তাঁদের সন্দেহ হয়।
তাঁদের কাছ থেকে খবর পেয়ে মুচিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দরজার শিকল ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, ঘরের ভিতর মূল দরজার কাছেই পড়ে রয়েছেন বৃদ্ধা। আলমারি ও ঘরের বিভিন্ন অংশ তছনছ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহটি কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।