চণ্ডীগড় : পঞ্জাবে মুক্তসর সাহিব এলাকায় বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত ৫। অগ্নিদগ্ধ ২৫ জন। আহতদের ভাটিন্ডা এইমস-এ ভর্তি করানো হয়েছে। দোতলা বাজি কারখানার পুরোটাই ভস্মীভূত।
বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ সিংঘেওয়ালা-ফুতুহিওয়ালা গ্রামের ওই কারখানায় নাইট শিফটে কাজ চলছিল। স্থানীয় ঠিকাদার রাজকুমারের অধীনে শ্রমিকরা কাজ করছিলেন। বিস্ফোরণের ফলে দোতলা বাজি কারখানাটি ধসে পড়ে।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে, কারখানার মালিক উত্তর প্রদেশের হাথরাসের বাসিন্দা রাজকুমারকে বাজি তৈরির কাজ ঠিকাদারিতে দিয়েছিলেন। এখানে কেবল তার লোকেরাই কাজ করত। এই লোকদের বেশিরভাগই কারখানায় থাকত।