গ্যাংটক : সিকিমের চুংথাং-মুনসিথাং সড়কে তিস্তার খাদে পড়ে যায় একটি জিপ। সেই জিপে চালক-সহ পর্যটক ছিলেন ১১ জন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক জনের দেহ উদ্ধার হয়েছে। বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে।
একসঙ্গে গাড়ি ভাড়া করে দলটি ঘুরতে বেরিয়েছিল৷ বৃহস্পতিবার রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি প্রায় ১ হাজার ফুট পাহাড়ি খাদ দিয়ে গড়িয়ে নিচে তিস্তায় গিয়ে পড়ে।
জানা গেছে, সিকিমে তিস্তার নদী খাদে পর্যটক বোঝাই গাড়ি পড়ে যায়। মৃত ১ জন, ৯ জন নিখোঁজ। বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের চুংথাং থেকে মুনসিথাং-এর পথে দুর্ঘটনা। গাড়িতে চালক সহ পর্যটকেরা মোট ১১ জন ছিলেন। আইটিবিপি, সিকিম পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।