গড়বেতা থেকে মাওবাদী পোস্টার উদ্ধার

বৃহস্পতিবার সকালে গড়বেতা থানার গনগনি এলাকা থেকে মাওবাদীদের নামে লেখা বেশ কয়েকটি পোস্টার উদ্ধার করেছে পুলিশ l পোস্টারগুলিতে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা রয়েছে “ফরেস্ট ল্যান্ড ভূমিহীনদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করতে হবে” l পোস্টারগুলির ওপরে ও নিচে মাওবাদী জিন্দাবাদ এবং সিপিআই মাওবাদী লেখা রয়েছে l  জঙ্গলমহলে বিভিন্ন এলাকা থেকে পরপর মাওবাদী পোস্টার উদ্ধার হওয়ায় নড়েচড়ে বসেছে রাজ্যের পুলিশ প্রশাসন l বুধবার এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দিনেশ কুমার জানান, মাওবাদী নাশকতার আশঙ্কায় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে l জারি করা হয়েছে হাই এলার্ট l বিশেষ বিশেষ এলাকায় নাকা চেকিং চালানো হচ্ছে l এতসবের মাঝখানেও মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে l কে বা কারা মাওবাদীদের নামে এই পোস্টার দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 5 =