কাল গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মেলার ব্যবস্থাপনা আর নিরাপত্তাও সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।
এরপর মঙ্গলবার সকালে গঙ্গাসাগর থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর পৌঁছানোর কথা জয়নগরে। সেখানে প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। তারপর বিকালে কলকাতার বাবুঘাট-এ গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য অপেক্ষারত পুণ্যার্থীদের সঙ্গে সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে এক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথার মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর দু’দিনের কর্মসূচি জানানো হয়েছে। যদিও গঙ্গাসাগর মেলার উদ্বোধন জানুয়ারি মাসের দু’তারিখ করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। উদ্বোধনী অনুষ্ঠান কেন পিছল তা পরিষ্কার করেনি প্রশাসন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ডান কাঁধে অস্ত্রপ্রচারের কারণেই চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে ছিলেন। আর সেই কারণে স্টুডেন্ট মিট অনুষ্ঠানও থমকে আছে মুখ্যমন্ত্রীর। যা হওয়ার কথা কলকাতার ধনধান্যে।