কলকাতা : ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এই প্রথম বার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এই বিষয়ে যা করার, আইনি ভাবে করবেন। বিচারাধীন বিষয় নিয়ে বাইরে মুখ খুলবেন না।
সোমবার তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। দুপুরে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার আগে মমতাকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘কোর্টের কেসে (বিচারাধীন বিষয়ে) আমি কিছু বলি না। যা করি, আইনত করি।’’
মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ বলেন, ‘‘ডিএ মামলার বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিতেও থতমত খাচ্ছেন উনি। কারণ, ওঁর আইনজীবীরাও ভাবতে পারেননি যে এমন একটি নির্দেশ আসতে পারে। ওই ধাক্কা রাজ্য সরকার এখনও কাটিয়ে উঠতে পারেনি। আর উনি যখন বলছেন, যা কিছু করেন আইন অনুযায়ী করেন, তা হলে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করুন। বকেয়া ২৫ শতাংশ ডিএ দিন।’’
গত শুক্রবার রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার (ডিএ) ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছে, আগামী ছয় সপ্তাহের মধ্যে এই বকেয়া টাকা মেটাতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে বলেছে। আগামী ৪ অগস্ট শীর্ষ আদালতে পুনরায় এ নিয়ে শুনানি হবে।