উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উৎখাতের ডাক মমতার

এ যেন শত্রুর কথাতেই শত্রুকে ঘায়েল করার মন্ত্র। উত্তরপ্রদেশ নির্বাচনের শেষ দফার প্রচারে বিজেপিকে উৎখাতে ডাক দিতে তিন দশক আগে বাবরি মসজিদ ধ্বংসের সময়কার স্লোগান ফিরিয়ে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বারাণসীর ঘাটে দাঁড়িয়ে সমাজবাদী পার্টির(SP)হয়ে প্রচারে তিনি বলে উঠলেন, ‘এক ধাক্কা অউর দো/ পুরা ইউপি সে ফেক দো’। বহু চর্চিত স্লোগানের পরবর্তী অংশ আজকের সময়ের জন্য অদলবদল করে নিলেন নেত্রী। বোঝাই গেল কাকে ধাক্কা দিয়ে ভূপতিত করতে চাইছেন তিনি। বুধবার সন্ধেয় বারাণসীতে পা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এদিনের সভা থেকে তার জবাব দিয়ে মমতা বলেন, ‘বিজেপি হারবে জেনেই আমাকে এখান থেকে ফেরাতে চায়। কিন্তু জেনে রাখুন আমাকে এভাবে ভয় দেখানো যাবে না। আমি ভীতু নই।’

উত্তরপ্রদেশ থেকে ভারতীয় জনতা পার্টিকে (BJP) উৎখাতের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bannerjee)। বলেন, ‘ওরা আপনাদের আত্মীয়দের মৃতদেহ গঙ্গায় নিক্ষেপ করেছে, আপনারা ওদের উত্তরপ্রদেশের বাইরে নিক্ষেপ করুন।’ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাণসীতে হারুয়া ব্লকের আইরহে গ্রামে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের হয়ে জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘উত্তরপ্রদেশে বিজেপি যে পাপ করেছে, তা মুছে ফেলা সম্ভব নয়। তবে সেই অন্ধকার সরিয়ে নতুন আলো আসবে।’

বারাণসীতেও খেলা হবে স্লোগান দিলেন মমতা। পুরসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভাল ফলের কথা ঘোষণা করে মমতা বলেন, ‘খেলা এত সহজ নয়। তবে আপনারা পারবেন। আপনারা উপযুক্ত জবাব দেবেন।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও (Yogi Adityanath) কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘’উনি সাধুদের নাম খারাপ করছেন। নামে যোগী আসলে ভোগী। উনি গরিবদের কী দেবেন?’ বারাণসীতে বুধবার কালো পতাকা দেখানো নিয়ে মমতা এদিন বলেন, ‘আমার গাড়িতে ওরা ধাক্কা দিয়েছে। লাঠির বাড়ি মেরেছে। গালাগাল দিয়েছে। আমি ওদের ধন্যবাদ দিয়েছি। কারণ আমি বুঝেছি, আসলে ওরা হেরে যাবে বলে ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই এসব করছে। কিন্তু আমি এসব দেখেই আজ এ জায়গায় পৌঁছেছি। আমাকে এত সহজে দমানো যাবে না।’

এই মুহূর্তে জাতীয় স্তরে বিরোধী মুখ হিসেবে বারবার উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপি বিরোধী লড়াইয়ে শান দিতে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো একাধিকবার এই রাজ্যে সফর করেছেন। গত মাসে লখনউ গিয়ে প্রচার করেছেন অখিলেশ যাদবের হয়ে। সেখান থেকে বিজেপির পতন আসন্ন বলে বিরোধী লড়াই আরও জোরদার করেছিলেন। জানিয়েছিলেন, অখিলেশরাই পরবর্তী সরকার গড়বে। বারাণসী অর্থাৎ প্রধানমন্ত্রী মোদির কেন্দ্রে দাঁড়িয়ে ফের সেই কথারই পুনরাবৃত্তি করলেন। সঙ্গে ভবিষ্যদ্বাণী ‘বিজেপি এখানে হারলে চব্বিশের লোকসভা নির্বাচনে দেশের ক্ষমতাচ্যুত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 10 =