আইপিএল ফেরার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়েই। গত শনিবারের ঘটনা। ম্যাচটা অনেক কারণে গুরুত্বপূর্ণ ছিল। আরসিবি সেই ম্যাচে জিতলে সেদিনই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত। অন্য দিকে, কলকাতা নাইট রাইডার্স জিতলে অঙ্কে প্লে-অফের দৌড়ে থাকত। এর পাশাপাশি বিরাট আবেগের ম্যাচ। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর প্রথম বার নামার কথা ছিল বিরাটের। আরসিবি সমর্থকরা বিশেষ পরিকল্পনাও করেছিলেন। আরসিবির জার্সি নয়, বরং বড় অংশ এসেছিল বিরাটের নাম লেখা টেস্ট জার্সি পরে। কিন্তু সব আশায় জল ঢেলে দেয় বেঙ্গালুরুর বৃষ্টি। আরসিবিকে প্লে-অফের জন্য অপেক্ষা করতে হয়েছিল, কেকেআর পুরোপুরি বিদায় নিয়েছিল। আজ আরও একটা হোম ম্যাচ আরসিবির। কিন্তু সেটা হোম গ্রাউন্ডে হবে না।
বৃষ্টি যাতে বাধা হয়ে না দাঁড়ায় আরসিবির আজকের হোম ম্যাচটি সরানো হয়েছে লখনউতে। অ্যাওয়ে গ্রাউন্ডে হোম ম্যাচে আরসিবির সামনে সানরাইজার্স হায়দরাবাদ। আরসিবির প্লে-অফ নিশ্চিত হয়ে গিয়েছে। সানরাইজার্স অনেক আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। আরসিবির কাছে সুযোগ শীর্ষ দুইয়ে থাকার। কিন্তু দীর্ঘ বিরতির ফলে আরসিবি ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে নেই। অন্য় দিকে, সানরাইজার্স গত ম্যাচে এই মাঠেই লখনউকে হারিয়েছে এবং তাদের প্লে-অফের দৌড় থেকে ছিটকে দিয়েছিল। গত ম্যাচে কোভিডের কারণে খেলতে পারেননি সানরাইজার্স ওপেনার ট্রাভিস হেড। এই ম্যাচের জন্য ফিট। খেলানো হবে কি না পরের প্রশ্ন।
আরসিবিতে দেবদত্ত পাড়িক্কল ছিটকে গিয়েছিলেন। তাঁর পরিবর্তে সই করানো হয়েছিল মায়াঙ্ক আগরওয়ালকে। ম্যাচের জন্য় অপেক্ষাতেই থাকতে হয়েছিল। দেবদত্ত তিনে ব্যাট করতেন। মনে করা হচ্ছে, সেই পজিশনেই নামবেন মায়াঙ্ক। সানরাইজার্স শিবিরে আরও একটা ধোঁয়াশা। মহম্মদ সামি। গত ম্যাচে নামানো হয়নি। তাঁর ফিটনেস নাকি ফর্ম, কোনটা কারণ, আন্দাজ করা কঠিন। যদিও ম্যাচের আগে ফুরফুরে মেজাজেই পাওয়া গেল সামিকে। কী হতে পারে আজ দু-দলের কম্বিনেশন?