লাস্ট বয়ের ম্যাচ, ভবিষ্যতের ভাবনায় চেন্নাই-রাজস্থান

ভাবনাই ভবিষ্যৎ আর ভবিষ্যতই ভাবনা। দিল্লিতে আজ মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। প্লে-অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল এই দুই দল। এ বারের আইপিএলে শেষ ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস। আর চেন্নাই সেকেন্ড লাস্ট। পয়েন্ট টেবলে দু-দলই একেবারে শেষে। যদিও তাদের কাছে পয়েন্ট টেবল কিংবা রেজাল্ট নয়, লক্ষ্য ভবিষ্যৎ। তরুণ প্রজন্মের দিকে। আগামী মরসুমের কম্বিনেশন, কোথায় খামতি, শক্তি-দুর্বলতা বুঝে নেওয়ার আরও একটা সুযোগ।

প্লে-অফের দৌড় কঠিন হওয়ার পর থেকেই চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন মহেন্দ্র ধোনি পরিষ্কার করে দিয়েছিলেন। তাঁর নজরে আগামী মরসুম। শুধু কথায় নয়, টিম বাছাইয়ে সেটাই করে দেখিয়েছেন। আইপিএলে অভিষেক হয়েছে শেখ রশিদ, আয়ুষ মাহত্রের। তেমনই চেন্নাই জার্সিতে খেলার প্রথম সুযোগ পেয়েছিলেন ডিওয়াল্ড ব্রেভিস। গত ম্যাচে আরও এক নতুন মুখ দেখা গিয়েছে চেন্নাই শিবিরে। কিপার ব্যাটার উর্ভিল প্যাটেল। প্রথম ম্যাচেই ধামাকা করেছিলেন। যদিও ইনিংসটা খুব বড় হয়নি। সীমিত সুযোগে নজর কেড়েছেন আয়ুষ মাহত্রে, ডিওয়াল্ড ব্রেভিসও।

রাজস্থান রয়্যালসের কাছেও নজর ভবিষ্যতে। বিশেষ করে বৈভব সূর্যবংশীর দিকে। গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। কিন্তু ৪০ রানের ইনিংসে কোনও স্ট্রাইক রোটেট নেই। টি-টোয়েন্টি মানে যে শুধু বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি নয়, প্রয়োজনে খুচরো রানেও জোর দিতে হবে, এটাও যেন শেখার বিষয়। তাঁর ভবিষ্যতও নির্ভর করবে গেম অ্যাওয়ারনেসের উপর। কোন পরিস্থিতিতে কেমন ব্যাটিং করতে হবে, এমন অনেক কিছুই শেখা বাকি মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশীর। আইপিএল মরসুমের শেষ ম্যাচে সেটাই যেন করতে চাইবেন বৈভব। কারণ, এরপর তাঁকে ঘরোয়া ক্রিকেটেও ফিরতে হবে। সুযোগ পেতে পারেন, ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ইংল্যান্ড সফরেও। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নজর থাকবে তরুণ প্রজন্মেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − six =