কলকাতা : প্রতারণা ও ডাকাতির ঘটনা ক্রমশ বাড়ছে শহরের পোস্তা ও সংলগ্ন এলাকাগুলিতে। এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। লালবাজারের নির্দেশে পোস্তা জুড়ে বসানো হচ্ছে ৫৩টি নতুন সিসিটিভি ক্যামেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , কলকাতা পৌর সংস্থার ২৩ নম্বর ওয়ার্ডে এই নজরদারি চালু হচ্ছে। প্রায় ২০ লক্ষ টাকার বাজেট নির্ধারিত হয়েছে এই উদ্যোগের জন্য। যেসব এলাকায় ক্যামেরা বসানো হবে, তার মধ্যে রয়েছে সোনাপট্টি, হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট, কলাকার স্ট্রিট, অদিবংশতলা ও হাঁসপুকুর সংলগ্ন অঞ্চল।
লালবাজারের এক আধিকারিক জানান, সম্প্রতি এক ব্যক্তিকে সিবিআই অফিসার সেজে প্রায় ৪০০ গ্রাম সোনার গয়না লুট করতে দেখা যায়। এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এই নজরদারি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন বসানো ক্যামেরাগুলোর লাইভ ফুটেজ পোস্তা থানায় পাঠানো হবে। প্রয়োজনে লালবাজার ও কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকেও সেই ফুটেজ নজরদারি করা যাবে। প্রাথমিকভাবে যেসব জায়গায় ক্যামেরা বসানো হচ্ছে, তার মধ্যে রয়েছে:
◆ কলাকার স্ট্রিট ও দেবেন্দ্র দত্ত লেনের সংযোগস্থল
◆ শিবতলা স্ট্রিট ও বৈকুণ্ঠ শেঠ লেন
◆ রাজার ব্রজেন্দ্র নারায়ণ স্ট্রিট
◆ কেকে ঠাকুর স্ট্রিট
◆ রবীন্দ্র সরণি সংলগ্ন রাই লেন
◆ সুখলাল জহুরি লেন
◆ হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট
◆ হাঁসপুকুরসংলগ্ন একাধিক গলি