আগুন থেকে বাঁচতে মরণঝাঁপ, মৃত বাবা ও দুই সন্তান

নয়াদিল্লি : মঙ্গলবার সকালে দিল্লির দ্বারকার একটি আবাসনের সাততলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। আগুন থেকে বাঁচতে ৩ জন ওপর থেকে ঝাঁপ দেন। আগুন থেকে বাঁচতে প্রথমে দশ তলার বারান্দা থেকে ঝাঁপ দেয় দুই ভাই-বোন।

তারপর তাদের বাবাও ঝাঁপিয়ে পড়েন। বাঁচেননি কেউই। দিল্লির আইজিআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

দিল্লির দমকল বিভাগ সূত্রে জানা গেছে, দিল্লির দ্বারকা সেক্টর ১৩-র ৫ নম্বর প্লটে অবস্থিত শব্দ অ্যাপার্টমেন্টের সাততলায় আগুন লাগে। প্রথমে দমকলের আটটি ইঞ্জিন এলেও পরে দমকলের আরও ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =