ফের একবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন কিশোর দত্ত। এর আগে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের এজি পদের দায়িত্ব সামলেছেন তিনি। নিবার্চনোত্তর হিংসা মামলা-সহ কিছু মামলায় রাজ্য সরকার ধাক্কা খাওয়ায় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে অ্যাডভোকেট জেনারেল পদ কিশোর দত্তকে সরানো হয়েছিল। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি এই পদের দায়িত্ব নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কিশোর দত্ত ছিলেন চতুর্থ অ্যাডভোকেট জেনারেল। বাংলায় পালাবদলের পর তৃণমূল ক্ষমতায় এলে প্রথম এজি হয়েছিলেন অনিন্দ্য মিত্র। তাঁর পর বিমল চট্টোপাধ্যায় এবং জয়ন্ত মিত্র অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন। এবার ফের সেই পদে ফিরছেন কিশোর দত্ত।
এদিনই দুপুরে রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিকদের তিনি জানান, নতুন অ্যাডভোকেট জেনারেল বা এজি-র নিয়োগ সংক্রান্ত নবান্নের ফাইল তিনি সই করে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু, এজির নাম মনে করতে পারছেন না। এর কিছুক্ষণ পরেই রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিশোর দত্তর নাম ঘোষণা করা হল। গত নভেম্বর মাসে হঠাৎই পদত্যাগ করেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল। এরপরেই শুরু হয় টালবাহানা। কে হবেন নতুন অ্যাডভোকেট জেনারেল এই নিয়ে তুঙ্গে ওঠে তরজা