কসবা কাণ্ড : স্বতঃপ্রণোদিত মামলার আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে

কলকাতা : কলকাতা পর এবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে কসবা কাণ্ডের সুবিচার চেয়ে স্বতঃপ্রণোদিত এক মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী সত্যম সিং এই নিয়ে আদালতের কাজ শুরু হতেই তা নিয়ে আবেদন করেছেন।

উল্লেখ্য, সাউথ ক্যালকাটা ল’ কলেজে আইনের পড়ুয়া ছাত্রীর গণধর্ষণ তা নিয়ে বিতর্ক তুঙ্গে। মারাত্নক ওই অভিযোগের প্রেক্ষিতেই জল গড়াল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের নজরদারিতেই হোক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই – এর তদন্ত। ওই দাবিতেই আর্জি জানানো হয়েছে। সেইসঙ্গে নির্যাতিতা ছাত্রীর পরিবারকে সমস্ত রকমের সুরক্ষা ও আর্থিক সাহায্যের দাবি ও রয়েছে দায়ের করা আর্জিতে। আরও জানা গিয়েছে, সংশ্লিষ্ট আর্জিতে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দলের বিধায়ক মদন মিত্রের এর পরিপ্রেক্ষিতেই সাম্প্রতিক বিতর্কিত সংশ্লিষ্ট বিষয়ে উভয় মন্তব্যের ও উল্লেখ রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে এর সুবিচার চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি দাখিল করেছেন ওই আইনজীবী। প্রসঙ্গত ভারতীয় সংবিধানের ৩২ নম্বর ধারা উল্লেখ করে এ বিষয়ে বিশদে তা জানানো হয়েছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এদিন স্বতঃপ্রণোদিত ওই মামলাটি জমা পড়েছে এবং তা গ্রহণ করার জন্য আর্জিও পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + one =