কলকাতা : কসবা কাণ্ডে ভুক্তভোগী তরুণীর পরিচয় ফাঁসের চেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গোপন নথি ছড়িয়ে কিংবা অন্য উপায়ে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ্যে আনার চেষ্টা করছেন। যা আইন অনুযায়ী গুরুতর অপরাধ।
কলকাতা পুলিশ জানিয়েছে, এমন কোনও কাজের সঙ্গে যে বা যারা জড়িত থাকবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে বলে জানিয়ে পুলিশ সতর্ক করেছে, এই ধরনের অপপ্রয়াস রুখতে প্রয়োজনে কঠোরতম পদক্ষেপ করা হবে।
পাশাপাশি সাধারণ নাগরিকদের উদ্দেশে পুলিশের আবেদন, কেউ যেন এমন কোনও তথ্য বা বার্তা শেয়ার না করেন, যা থেকে ভুক্তভোগীর পরিচয় উদ্ঘাটিত হতে পারে। কলকাতা পুলিশের মতে, ভুক্তভোগীদের মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা আইনত বাধ্যবাধকতা এবং সামাজিকভাবে একান্ত নৈতিক দায়িত্ব।