বিজেপি রাজ্য সভাপতির নির্বাচন ৩ জুলাই, প্রকাশিত হল সময়সূচি।

কলকাতা : ‘সংগঠন পর্ব ২০২৪’-এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নতুন সভাপতি এবং জাতীয় কাউন্সিল সদস্য নির্বাচন হতে চলেছে এই সপ্তাহেই। সোমবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই নির্বাচন সংক্রান্ত পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করেছেন রাজ্য রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মন।

ঘোষণা অনুযায়ী, প্রয়োজনে ৩ জুলাই (বৃহস্পতিবার) রাজ্য সভাপতির পদে দুপুর ১২টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই দুপুর ১টা ৩০ মিনিটে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনী প্রক্রিয়া পরিচালিত হবে বিজেপির রাজ্য সদর দফতর, ৬ মুরলীধর সেন লেন, কলকাতা-৭৩ থেকে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি নিম্নরূপ—

  • ১ জুলাই, দুপুর ১২টা: নির্বাচনী বিজ্ঞপ্তি জারি ও রাজ্য নির্বাচকমণ্ডলীর তালিকা প্রকাশ
  • ২ জুলাই, দুপুর ২টো – বিকেল ৪টে: মনোনয়নপত্র জমা
  • ২ জুলাই, বিকেল ৪টে – ৫টা: মনোনয়ন যাচাই
  • ২ জুলাই, বিকেল ৫টা – ৬টা: মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা
  • ২ জুলাই, সন্ধ্যা ৬টা: চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ
  • ৩ জুলাই, দুপুর ১২টা: ভোটগ্রহণ (প্রয়োজনে)
  • ৩ জুলাই, দুপুর ১টা ৩০ মিনিট: ভোট গণনা ও ফলাফল ঘোষণা

দলের শীর্ষ সূত্র জানাচ্ছে, এই নির্বাচন ঘিরে রাজ্য বিজেপির অভ্যন্তরে বাড়ছে উত্তেজনা এবং আগ্রহ—বিশেষ করে সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে।

প্রসঙ্গত, অতীতেও একাধিকবার রাজ্য সভাপতি পদে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে এবারে যদি একাধিক প্রার্থী বৈধভাবে মনোনয়ন জমা দেন, তবে ৩ জুলাই ভোটগ্রহণ অবশ্যম্ভাবী হবে বলেই দলের তরফে ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে ওইদিনই নতুন সভাপতির নাম ঘোষণা করে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রাজনৈতিক মহলের মতে, এই নির্বাচন শুধু নেতৃত্ব বদলের প্রশ্নই নয়—রাজ্য বিজেপির আগামী সাংগঠনিক রণকৌশল নির্ধারণেও তা একটি গুরুত্বপূর্ণ মোড় হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 11 =