সোমবার রাতে আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র । তখনকার মতো জরুরি পরিস্থিতিতে চিকিৎসা করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হল। সেখানে আউটডোরে পরীক্ষা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তিনি আপাতত স্থিতিশীল।
সোমবার রাতে মদন মিত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২০৬ নং কেবিনে রেখে তাঁর চিকিৎসা শুরু হয়। বিধায়কের কাশি হচ্ছিল খুব। শ্বাসকষ্টের সমস্যাও ছিল। রাতে নেফ্রলজিস্ট তাঁর চিকিৎসা করেন। মঙ্গলবার সকালে তেমন সমস্যা ছিল না। শারীরিক পরীক্ষার পর জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি, তাঁর বুকে সংক্রমণ রয়েছে। অক্সিজেন, নেবুলাইজার দিয়ে চিকিৎসা চলছে। তবে দুপুরের পর মদন মিত্রকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটউট অফ নিউরোলজিতে। হাসপাতাল থেকে স্ট্রেচারে বের করার সময়ও তাঁকে কাশতে দেখা গিয়েছে। সেখানে এইচআর সিটি থোরাক্স হয়েছে বলে খবর। তার পর আবার ফিরিয়ে আনা হয় এসএসকেএমে। পর্যবেক্ষণে রাখা হয়েছে কামারহাটির বিধায়ককে।