ব্যস্ত সময়ে মেট্রো সমস্যা! কয়েক ঘণ্টায় হল সমাধান

মঙ্গলবারের ব্যস্ত সময়ে আচমকা থমকাল মেট্রো পরিষেবা। এদিন আচমকাই পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল সমস্যা দেখা দেয়। আপ এবং ডাউনে দু’টি করে মেট্রো চলার বদলে পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত একটি করে মেট্রো চলাচল করেছে। দু’টির বদলে একটি করেই মেট্রো চলেছে রবীন্দ্রসদন এবং পার্কস্ট্রিটের মধ্যেও।
সূত্রের খবর , বৈদ্যুতিক বিভ্রাটের কারণেই বিঘ্নিত হয়েছে মেট্রো পরিষেবা। সমস্যার সমাধানে ইতিমধ্যেই তৎপর মেট্রো রেল। সমস্যার সমাধানে পার্ক স্ট্রিট স্টেশনে পৌঁছে যান ইঞ্জিনিয়াররাও। কয়েক ঘণ্টার মধ্যে আবার মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।
দিনে দিনে কলকাতা শহরে মেট্রো পথ যেমন বাড়ছে, তেমনই ব্যস্ত সময়ে অফিস থেকে জরুরি কাজে সহজে যাতায়াতে মেট্রোর ওপর নির্ভরতাও বেড়েছে কয়েকগুণ। ফলে সামান্য সময় পরিষেবা থমকালে বা শ্লথ হলেই মাথায় হাত পড়ে শহরবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 1 =