কলকাতা : কালনা কলেজের এক ছাত্রীর রহস্যমৃত্যু হয়েছে। সূত্রের খবর, যোধপুর পার্কের একটি বাড়ি থেকে মরণঝাঁপ দিয়েছেন তিনি।
দেড় বছর ধরে যোধপুর পার্কের এই বাড়িতেই দিদির সঙ্গে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন তরুণী। সকাল ১১টা নাগাদ ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পান বাড়ির বাসিন্দারা। ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন ওই তরুণী। আহত ছাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে দিদির সঙ্গে কোনও বিষয় নিয়ে বচসার জেরেই আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। এই লেখা পর্যন্ত মৃতার নাম-পরিচয় জানা যায়নি।