ওয়াশিংটন ও নয়াদিল্লি : অপেক্ষার অবসান। মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। উড়ান দিল শুভাংশু শুক্লাদের রকেট।
ভারতীয় সময় ১২টা বেজে ১ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু হল শুভাংশু ও তাঁর তিন সঙ্গীর। এই অ্যাক্সিয়ম-৪ মিশনের কমান্ডার আমেরিকার পেগি হুইটসন।
শুভাংশু আছেন পাইলটের ভূমিকায়। আছেন দুই মিশন স্পেশালিস্ট পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। রাকেশ শর্মার পরে ইতিহাসে পৌঁছে গেলেন ভারতীয় বায়ুসেনায় তাঁর উত্তরসূরি শুভাংশু।