কলকাতা : সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের শিকারের ঘটনায় প্রতিবাদ করল যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা)। তারা প্রত্যেক ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করেছে।
শুক্রবার জুটা এক বিবৃতিতে জানিয়েছে, “মূল অভিযুক্ত কলেজেরই শিক্ষাকর্মী প্রাক্তনী যার সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠ যোগের কথা সংবাদমাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত। দীর্ঘদিন ছাত্রসংসদের নির্বাচন না হবার কারণে কলেজগুলো এখন প্রাক্তনীদের দখলে নানান অসামাজিক কাজের আখড়া হয়ে উঠেছে।
এই ঘটনা আমাদের আর.জি করের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। অভয়ার ন্যায়বিচার না পাওয়ার ঘটনা এই ধরনের অপরাধকে উৎসাহ জুগিয়েছে ।পুলিশ-প্রশাসনের তরফে আবারও শুরু হবে ঘটনা ধামাচাপা দেবার উদ্যোগ যেমনটা বারবার আমরা দেখে আসছি এরাজ্যে।
আমরা দ্রুত ন্যায়বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে পিতৃতান্ত্রিক ধর্ষকামী মনোভাবের বিরুদ্ধে ঘরে-বাইরে লড়াই জারি রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।”