একেবারেই অন্যরকম ছিল ছবিটা। সৌদির ক্লাব ছেড়ে দিচ্ছেন তিনি। বলা হচ্ছিল, তিনি আবার ইউরোপের কোনও ক্লাবে ফেরার স্বপ্ন দেখছেন। আগামী বছরের বিশ্বকাপ মাথায় রেখে। এমনকি নিজেও পোস্ট করেছিলেন, অধ্যায় শেষ। কিন্তু তা হল না। উল্টে বিপুল অর্থে আবার আল নাসেরেই সই করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর ২ বছরের নতুন চুক্তি হল তাঁর সঙ্গে। গত দু’বছরে সৌদি লিগে খেলাকালীন রোনাল্ডোর প্রাপ্তির ঘড়া উপচে পড়েছে। সর্বোচ্চ গোলদাতাও। কিন্তু ক্লাবকে একটাও ট্রফি দিতে পারেননি। বিশেষ করে সৌদি প্র-লিগ না জেতায় রোনাল্ডোর উপর মোহভঙ্গ হয়েছিল, এমনও শোনা যাচ্ছিল। সব হিসেব উল্টে দিয়ে রোনাল্ডো থাকলেন সৌদি লিগে তাঁর পুরনো ক্লাব আল নাসেরেই। আবার বিপুল অর্থে সই করেছেন তিনি। সেই হিসেব দেখলে তাজ্জব হয়ে যাবেন।
২ বছরের জন্য নতুন চুক্তি করেছেন সিআর সেভেন। ২০২৭ সালব পর্যন্ত থাকবেন আল নাসেরেই। প্রতি বছর পাবেন ১৭৮ মিলিয়ন পাউন্ড। যা ভারতীয় টাকায় প্রায় ২ হাজার কোটি। পরের বছর তা বাড়বে আরও। এমন অনেক কিছুই তিনি পাবেন আগামী ২ বছরে, যা চমকে দিচ্ছে ফুটবল দুনিয়াকে।
কী কী থাকছে রোনাল্ডোর জন্য দেখে নিন একঝলকে
১৭৮ মিলিয়ন পাউন্ড প্রতি বছরের মাইনে। যা ভারতীয় টাকায় ২ হাজার কোটি
২৪.৫ মিলিয়ন পাউন্ড সাইনিং বোনাস। পরের বছর যা বাড়বে আরও ৩৮ মিলিয়ন পাউন্ড
৮ মিলিয়ন পাউন্ড বোনাস, আল নাসের সৌদি প্রো লিগ জিতলে
৫ মিলিয়ন পাউন্ড বোনাস, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতলে
৪ মিলিয়ন পাউন্ড বোনাস, সোনার বুট জিতলে
আল নাসেরের ১৫ শতাংশ মালিকানা
৮০ মিলিয়ন পাউন্ড পাবেন স্পনসরশিপ আয় থেকে
৪ মিলিয়ন পাউন্ড পাবেন প্রাইভেট জেট ও আনুষাঙ্গিক কারণে
৮০ হাজার পাউন্ড গোল প্রতি আয়
৪০ হাজার পাউন্ড গোল করালে