মাওবাদীদের বাংলা বনধে স্তব্ধ জঙ্গলমহল

প্রায় এক দশক পর মাওবাদীদের ডাকা বনধে শুক্রবার স্তব্ধ হল জঙ্গলমহলl ঝাড়গ্রাম জেলার শিলদা বেলপাহাড়ি বাঁশপাহাড়ি জামবনি নয়াগ্রাম গোপীবল্লভপুর লালগড় পড়িহাটি মানিকপাড়া বিনপুর ও লোধাসুলি এলাকায় এদিন বনধের প্রভাবে খোলেনি দোকানপাটl কোনওরকম যানবাহনও চলাচল করেনিl কোথাও সেভাবে দেখা যায়নি পুলিশকর্মীদেরওl এর আগেও বেশ কয়েকবার মাওবাদীদের পক্ষ থেকে বনধ ডাকা হয়েছিলl বিজেপি এবং বাম দলগুলিও বনধ ডেকেছেl প্রতিবারই বনধ ব্যর্থ করতে শাসক দল তৃণমূল এবং পুলিশ রাস্তায় নেমেছে। কিন্তু মাওবাদীদের বনধের বিরুদ্ধে কোনো রকম প্রচার বা প্রতিরোধ দেখা যায়নিl এরফলে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় জঙ্গলমহলl

উল্লেখ্য, রাজ্য সরকারের হোম গার্ডের চাকরিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার বাংলা বনধের ডাক দিয়ে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরেই মাওবাদীদের নামে লেখা পোস্টার পরেছিলl সেই সব পোস্টারে উল্লেখ করা হয়েছিল বনধ না মানলে মৃত্যুদণ্ড দেওয়া হবেl তার পাশাপাশি বৃহস্পতিবার বেলপাহাড়ির লবনি থেকে উদ্ধার হয় একটি তাজা ল্যান্ড মাইনl এরপরই আতঙ্কিত হয়ে পড়েন জঙ্গলমহলের বাসিন্দারাl ফলে তারা কোনও রকম ঝুঁকি না নিয়ে দোকানপাট, হাট বাজার বন্ধ রাখেনl মাওবাদী নাশকতার আশঙ্কায় রাস্তায় নামতে দেখা যায়নি সরকারি কিংবা বেসরকারি বাস ও অন্যান্য যানবাহনl এদিন সন্ধ্যা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নিl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =