তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশের পরই শুরু হয়েছিল জল্পনা। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ব্যারাকপুরের সাংসদ জানালেন তিনি বিজেপিতেই ফিরছেন। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং জানান, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, একজন বড় মাপের নেতাও বিজেপিতে যোগ দেবেন। যদিও কে সেই বড় মাপের নেতা, এদিন তিনি তা খোলসা করেন নি। সাংবাদিক বৈঠকে সাংসদ অর্জুন সিং বলেন, বিজেপি তাঁকে প্রার্থী করলে নৈহাটি থেকে তিনি ভোটপ্রচার শুরু করবেন। সেক্ষেত্রে তাঁর প্রতিদ্বন্দ্বী হবেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সাংসদের কথায়, নৈহাটির বড়মা ও গৌরীপুর বজরঙ্গবলি মন্দিরে পুজো দিয়েই তিনি প্রচার শুরু করবেন। নৈহাটিতে বন্ধ গৌরীপুর জুটমিল, রঙ কারখানা ও সিসি কোম্পানি-সহ একাধিক কলকারখানা। বন্ধ কারখানার বিপন্ন শ্রমিকদের বাঁচাতে তিনি বড়মার কাছে প্রার্থনা করবেন।
সাংসদের সংযোজন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভাটপাড়া বাদে বাকি ছয়টি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে ছিল। তবুও বিজেপি প্রার্থী হয়ে ওই কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছিলেন। কিন্তু ২০২১ সালে যেভাবে তৃণমূল সন্ত্রাস চালিয়ে জিতেছে। জিতে মানুষের ওপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে সেই অত্যাচারের জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া হবে।