মুখ্যমন্ত্রীকে দেড় ঘণ্টা সময় বেঁধে আন্দোলনের মাত্রা বাড়ালেন চাকরিহারারা

কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেড় ঘণ্টা সময় বেঁধে দিয়ে আন্দোলনের মাত্রা বাড়ালেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা।

এদিন দুপুর সওয়া একটা নাগাদ বিকাশ ভবনের বিক্ষোভ অবস্থান থেকে চাকরিহারারা জানিয়ে দিলেন, দেড় ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধিকে বিকাশ ভবনে হাজির হয়ে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তা না হলে আন্দোলন আরও ভয়ঙ্কর আকার নেবে বলেও হুঁশিয়ারি দেন চাকরিহারারা।

এদিন আচমকা তাঁদের অভিযানের জেরে অপ্রস্তুত হয়ে পড়ে পুলিশও। দ্রুত পুলিশের তরফে বিকাশভবনের সামনে ব্যারিকেড তৈরি করা হয়। লোহার প্রধান ফটক লাগিয়েও দেওয়া হয়। বাইরে তখন হাজার হাজার চাকরিহারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা। তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা, “চোরেদের বিচার চায়, আমাদের চাকরি ফেরত চায়!”

এরপরই প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পরে পুলিশকে হঠিয়ে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। সব মিলিয়ে এদিন বেলা ১২টা থেকে বিকাশভবন চত্বরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =