প্যালেস্তাইনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শংকরের

কাম্পালা, ২০ জানুয়ারি: ইজরায়েল-হামাস যুদ্ধ অব্যাহত, এর মাঝেই প্যালেস্তাইনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ১৯তম নাম সম্মেলনে যোগ দিতে উগান্ডার কাম্পালায় গিয়ে কাজের ফাঁকে বৈঠক করেন দুই বিদেশমন্ত্রী। এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
নিজের এক্স হ্যান্ডলে জয়শংকর বলেন, ‘আজ দুপুরে প্যালেস্তাইনের মন্ত্রী ড. রিয়াদ আল-মালিকির সঙ্গে বৈঠক করে ভালো লাগল। গাজার যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা হল। সেখানকার রাজনৈতিক ও মানবিক দিকগুলোর বিষয়ে কথা হল। উনি সম্মত হয়েছেন নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে।’ এদিন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জয়শংকর বলেন, ‘স্থিতিশীলতার ওপরে উন্নয়ন নির্ভর করে। আমাদের বৈশ্বিক অস্তিত্বের ক্ষেত্রে যে কোনও জায়গার সংঘর্ষ সর্বত্রই প্রভাব ফেলে। ইউক্রেনে যা হয়েছে তাতে জ্বালানি, খাদ্য ও কীটনাশক সরবরাহে ভাটা পড়েছে।’ একই সঙ্গে গাজায় ঘটে চলা পরিস্থিতিরû প্রতিক্রিয়াও কী ভাবে হচ্ছে সেকথাও জানান বিদেশমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =