যৌনরোগ সিফিলিসে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!

ওয়াশিংটন, ২০ জানুয়ারি: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌনরোগ সিফিলিসে আক্রান্ত কিনা, তা নিয়ে বাড়ছে জল্পনা। মার্কিন সংবাদমাধ্যমগুলিতে এমনই গুঞ্জন শিরোনাম হয়ে উঠেছে। বেশ কিছু আইনি ঝামেলায় জড়ানোর পর এবার প্রবীণ রিপাবলিকান নেতার অসুখ নিয়ে চর্চা শুরু হয়েছে।
গত ১৭ জানুয়ারি নিউ ইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে এক মামলায় হাজিরা দিতে গিয়ে ট্রাম্পের হাতে লাল লাল ফুসকুড়ির মতো দাগ দেখার পর থেকেই শুরু হয় জল্পনা। তখন থেকেই যৌনরোগ সিফিলিস হয়েছে কিনা ট্রাম্পের তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। অবশ্য ওই দাগ থেকে হার্পিসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেখে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উপদেষ্টা জেমস কারভিলের মন্তব্য সিফিলিসের জল্পনা উসকে দিয়েছে। তাঁর বক্তব্য, ‘আমার মনে হয় না হাতে কেটে যাওয়ার দাগ। কয়েকজন চিকিৎসকের কাছে জানতে চাইলে তাঁদের দাবি, ঘাগুলো সেকেন্ডারি সিফিলিসের লক্ষণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 2 =