আলিয়ার উপাচার্য হেনস্থার ঘটনায় মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গালিগালাজ ও হেনস্থার ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উদ্বেগ প্রকাশ করে, ঘটনার ভাইরাল ভিডিও সংক্রান্ত তথ্য চেয়ে পাঠালেন তিনি। সোমবার দুপুর ১ টার মধ্যে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল। ভাইরাল ওই ভিডিয়োর একটি অংশ টুইটারে শেয়ারও করেছেন রাজ্যপাল। সঙ্গে লিখেছেন, ‘পরিস্থিতি যে কতটা উদ্বেগজনক, তা এই ভাইরাল হওয়া ভিডিয়োটিতে তার স্পষ্ট প্রতিফলন রয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যসচিবকে বলা হচ্ছে, ঘটনার সম্পূর্ণ আপডেট যেন সোমবার একটার মধ্যে পাঠানো হয়। এ এক ভয়ঙ্কর দৃশ্য। দুর্বৃত্তরা আইনের কোনও ভয় পাচ্ছে না।’

এদিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গালিগালাজ করার ঘটনায় তীব্র নিন্দা করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। লিখেছন, ‘উপাচার্য কেন্দ্রীয় অর্থ নয়ছয় করতে দিচ্ছেন না, এটাই মূলত রাগের কারণ। কিন্তু কেন এমন হল? তৃণমূলের প্রভাবশালী নেতাদের হাত মাথায় বলেই কি এল না পুলিশ?”

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে। রবিবার রাজারহাট মহম্মদপুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। টেকনো সিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে গিয়াসউদ্দিনকে। যদিও আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গালিগালাজের ঘটনায় যে ভাবে তৃণমূলের নাম জড়িয়েছে, তাতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, ‘দলের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত চলছে। অভিযুক্ত ছাত্র নেতা তৃণমূলের কেউ নয়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =