শীতের দিনে কম্বলের ওমের আরাম এবার শেষ হতে বসেছে। জানুয়ারি শেষ হচ্ছে। তার সঙ্গে শীত বিদায়ের পথও ক্রমশ প্রশস্ত হচ্ছে বলে ইঙ্গিত দিল হাওয়া অফিস।
মঙ্গলবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় তৈরি হবে উচ্চচাপ বলয়। বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। এছাড়া ৩১ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং অন্যান্য জেলায়। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ ফেব্রুয়ারি নদিয়া ও সংলগ্ন জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।সোমবার কলকাতায় আকাশ পরিষ্কার ছিল। তবে বুধবার থেকে তিন দিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী দু’দিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।