দক্ষিণ গাজায় আক্রমণ ইজরায়েলি ফৌজের, ৫ জন রোগীর মৃত্যু

উত্তর গাজা গুঁড়িয়ে দেওয়ার পর দক্ষিণ গাজায় তীব্র আক্রমণ শুরু করেছে ইজরায়েলি ফৌজ। দখলে নিয়ে নেওয়া হয়েছে এই মুহূর্তে গাজার সর্ববৃহৎ কার্যকরী হাসপাতাল নাসেরকে। ৫জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠল।

গত কয়েক সপ্তাহ ধরে ইজরায়েলি বাহিনীর কবজায় রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতাল। ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্য পরিকাঠামো। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গিয়েছে গোটা হাসপাতাল। অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন চিকিৎসাধীন পাঁচ রোগী। এমনটাই অভিযোগ গাজার স্বাস্থ্যমন্ত্রকের।

গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল নাসের হাসপাতালে হামাস জঙ্গিরা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। তার পরই জেহাদিদের খুঁজতে হাসপাতালে অভিযান শুরু করা হয়। কুড়িজন জঙ্গিকে প্রেপ্তার করা হয়েছে।

লড়াই শুরু হওয়ার পর থেকে জঙ্গিদের নিকেশ করতে গাজার হাসপাতালগুলোতে অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। তাদের অভিযোগ সেখানে রয়েছে জেহাদিদের কমান্ড সেন্টার ও অস্ত্রভাণ্ডার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =