দলমত নির্বিশেষে বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন : অর্জুন সিং

ব্যারাকপুর : দলমত নির্বিশেষে বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর সমস্ত জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন। রবিবার নৈহাটির ফেরিঘাট একতা সংঘ ও জর্জ রোড তরুণ সমিতির যৌথ উদ্যোগে দরিদ্র মানুষজনের মধ্যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এসে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, সেবামূলক কাজের চেয়ে বড় কাজ আর কিছুই হয় না। সামাজিক কাজের মধ্য দিয়েই তৃণমূল দলটা আজ এতদূর এগিয়েছে। সাংসদের দাবি, বাম জমানায় মানুষের কাছে পৌঁছতে খুব অসুবিধা হত। প্রতিকূলতা থাকা সত্ত্বেও তৎকালীন সময় মানুষের সেবা করা হত। সাংসদের সংযোজন, ২০১১ সালে দল ক্ষমতায় আসার পরও তাদের সেবামূলক কাজ অটুট রয়েছে। বছরের সারাটা সময় তারা নিজেদেরকে সেবামূলক কাজে নিয়োজিত রাখেন। এদিন শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে সাংসদ ছাড়াও হাজির ছিলেন হালিশহরের প্রাক্তন উপ-পুরপ্রধান রাজা দত্ত, প্রাক্তন কাউন্সিলর বন্ধু গোপাল সাহা, তৃণমূল নেতা সঞ্জয় সিং, রানা দাশগুপ্ত, দীপঙ্কর ঘোষ, অতনু রায় চৌধুরী-সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + eight =