কলকাতা : ব্যক্তি এক। পরিচয় দুই। কখনও তিনি ভারতীয় হয়ে যান। কখনও আবার বাংলাদেশি। ধৃতকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল মালদা জেলা আদালত। শনিবার ধৃতকে হাজির করানো হলে বিচারক তাঁর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে খবর, ধৃত আদতে বাংলাদেশি নাগরিক। ৩১ বছর বয়স। কখনও তিনি থাকতেন মুর্শিদাবাদের কালুখালি এলাকায়। কখনও থাকেন বাংলাদেশের রাজশাহিতে।
পশ্চিমবঙ্গে যখন ঢোকেন, তখন নিজেকে ‘সেলিম শেখ’ বলে পরিচয় দেন। আবার বাংলাদেশে তিনিই মহম্মদ দিলওয়ার। মহদিপুর ইমিগ্রেশন পয়েন্ট অথরিটি ওই যুবক ধরেছে। নির্দিষ্ট অভিযোগ জানিয়ে তাঁকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।