করোনার বাড়বাড়ন্ত বেড়েছে ফের। উৎপত্তি স্থল চিনের সাংহাই-সহ বেশ কিছু জায়গায় এই মারণ ভাইরাসটির সংক্রমণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করতে হয়েছে। আর আশঙ্কার কালো মেঘ দেখতে পেয়ে ইতিমধ্যেই যআসন্ন এশিয়ান গেমস স্থগিত করেছে চিন সরকার। চলতি বছরের সেপ্টেম্ব । হাংঝোউ শহরে ১৯ তম এশিয়ান গেমসের আসর বসার কথা ছিল। কিন্তু পরিস্থিতি খারাপ দেখে আপাতত অনির্দিষ্টকালের জন্য এশিয়ান গেমস স্থগিত রাখতে হল। আর এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে হতাশার ছায়া নেমে এসেছে ভারতীয় হকি শিবিরে।
কারণ, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর থেকেই যেন আত্মবিশ্বাসটা অনেকটাই বেড়ে গিয়েছে শ্রীজেশ, মনপ্রীতদের। আর আসন্ন এশিয়ান গেমসের জন্য খুব ভালো করেই প্রস্তুতি নিয়েছিল তারা। এশিয়াডে ভারতীয় হকি দলের লক্ষ্য একটাই ছিল সোনাজয়। কিন্তু করোনার কারণে গেমস হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় একেবারে নিরাশ হয়ে পড়েছে টিম ইন্ডিয়া। তবে আত্মবিশ্বাস হারাচ্ছে না তারা। গেমস যখনই হোক সোনা জয়ই হবে তাদের প্রধান লক্ষ্য। দলের অভিজ্ঞ গোলরক্ষক শ্রীজেশ জানান, ‘এশিয়ান গেমস না হওয়াটা সত্যিই আমাদের কাছে একটা বড় হতাশার বিষয়। তবে গেমস স্থগিত হয়ে যাওয়ায় আমরা প্রস্তুতির আরও সুযোগ পাব। সোনা জয়ই আমাদের প্রধান লক্ষ্য। চিনের বর্তমান অবস্থা খুবই খারাপ, তাই কিছু করার নেই’।