নয়াদিল্লি : গত অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এমনিতে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে রিটার্ন জমা দিতে হয়।
মঙ্গলবার আয়কর দফতর জানিয়েছে, আয়কর রিটার্নের ক্ষেত্রে এ বছরে বেশ কিছু কাঠামোগত পরিবর্তন হয়েছে। করদাতাদের সুবিধার জন্য নিয়মের সরলীকরণ করা হয়েছে।
পাশাপাশি, রিটার্ন জমায় স্বচ্ছতা আনতে এবং এই ব্যবস্থাকে আরও নিখুঁত করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ করতে হবে। সেই কারণে আরও সময় দেওয়া জরুরি হয়ে পড়েছে।