হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু গৃহবধূর, আটক অভিযুক্ত

হাবড়া: নারী দিবসে হাতুড়ে ডাক্তারের কেরামতিতে প্রাণ গেল এক মহিলার, অবৈধভাবে গর্ভপাত করাতে এসে হাতুড়ে ডাক্তারের কেরামতিতে মৃত্যু হল এক গৃহবধূর। এই ঘটনায় পুলিশ আটক করেছে অবৈধ গর্ভপাতের সঙ্গে যুক্ত থাকা হাতুড়ি ডাক্তারকে এবং এই চক্রের দালালকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে অশোকনগর থানার তিন নম্বর রেলগেট লাগোয়া এলাকায়।

জানা যায়, হাবড়ার শ্রীনগর এলাকার বাসিন্দা বছর ৩৬ এর গৃহবধূ টুকি বিশ্বাস এদিন দুপুরে এক দালাল মারফত অশোকনগর তিন নম্বর রেলগেট লাগোয়া নিজেকে ডাক্তার বলে পরিচয় দেওয়া মনোজ বিশ্বাসের ওষুধের দোকানে আসেন এবং কোনও পরিকাঠামো ছাড়াই তিনমাসের গর্ভবতী এই মহিলার গর্ভপাত করাতেই অসুস্থ হয়ে পড়েন এই গৃহবধূ। কিছু সময় পরেই মহিলার মৃত্যু হয় আর এই ঘটনা বেশ কয়েক ঘণ্টা চেপে রাখার পরে যখন গৃহবধূর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তখনই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ, খবর দেওয়া হয় অশোকনগর থানায়। এরপরেই পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর হাসপাতালে। পাশপাশি পুলিশের পক্ষ থেকে গৃহবধূর বাড়ির লোকজনকে খবর দেওয়া হলে তারা হাসপাতালে ছুটে আসে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ আটক করে ওই হাতুড়ে ডাক্তারকে এবং অবৈধ গর্ভপাত চক্রের এক দালালকে। নারী দিবসে হাতুড়ে ডাক্তারের কেরামতিতে অবৈধভাবে গর্ভপাত এবং তরতাজা এই মহিলার মৃত্যুতে উঠছে নানা প্রশ্ন। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন মৃত গৃহবধূর পরিবার এবং স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =